Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ উইলিয়াম কেরি ছিলেন -
(ক) বিজ্ঞানের শিক্ষক
(খ) গণিতের শিক্ষক
(গ) বাংলার শিক্ষক
(ঘ) ইংরেজির শিক্ষক
উত্তরঃ (ঘ) ইংরেজির শিক্ষক
প্রশ্নঃ রাষ্ট্রপতি পদচ্যুত হন -
(ক) প্রধানমন্ত্রী কর্তৃক
(খ) শাসন বিভাগ কর্তৃক
(গ) পার্লামেন্ট কর্তৃক
(ঘ) সুপ্রিম কোর্ট কর্তৃক
উত্তরঃ (গ) পার্লামেন্ট কর্তৃক
প্রশ্নঃ ভৈরব রাগটি কখন গাওয়া হয়? -
(ক) মধ্যরাত
(খ) রাতে
(গ) সন্ধ্যায়
(ঘ) ভোরে
উত্তরঃ (ঘ) ভোরে
প্রশ্নঃ শকাব্দ কে প্রচলন করেন? -
(ক) শশাষ্ক
(খ) কনিষ্ক
(গ) সমুদ্র গুপ্ত
(ঘ) হর্ষবর্ধন
উত্তরঃ (খ) কনিষ্ক
প্রশ্নঃ প্রথম ভারতীয় উপগ্রহের নাম কি? -
(ক) রোহিনী
(খ) আর্যভট্ট
(গ) ভাস্কর
(ঘ) কলম্বিয়া
উত্তরঃ (খ) আর্যভট্ট
বিঃদ্রঃ আমাদের এই ওয়েবসাইটের জিকে পর্বের একটি অ্যাপ তৈরি করা হয়েছে। যেখানে একবারে প্রায় ৬০০টি প্রশ্নের উত্তর করে দেওয়া আছে। আশা করি ভবিষ্যতে আরো প্রশ্ন উত্তর আপডেট করা হবে। তোমারা যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছো, শুধুমাত্র তাদের জন্য বিশেষ দৃষ্টি রেখে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। আর যদি তোমাদের সাপোর্ট পাই তো ওই অ্যাপটিকে আপডেট করে অনেক নতুন নতুন প্রশ্ন উত্তরসহ দিয়ে দেওয়া হবে।
App Download Link : GKToday
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ