Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর Part 2
প্রশ্নঃ নিচের কোন কমিশন সম্প্রতি "ইনোভেশন ফর ইউ" নামে একটি নতুন ডিজি-বুক চালু করেছে? -
(ক) Cultural commission
(খ) Education commission
(গ) NITI Aayog
(ঘ) Planning commission
উত্তরঃ (গ) NITI Aayog
প্রশ্নঃ 24 অক্টোবর সারা বিশ্বে কোন দিবসটি পালিত হয়? -
(ক) সংযুক্ত রাষ্ট্র দিবস
(খ) বিশ্ব পোলিও দিবস
(গ) বিশ্ব খাদ্য দিবস
(ঘ) 'ক' ও 'খ' উভয়ই
উত্তরঃ (ঘ) 'ক' ও 'খ' উভয়ই
প্রশ্নঃ "ফৈজাবাদ জংশনের নাম পরিবর্তন করে 'অযোধ্যা ক্যান্ট' করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত? -
(ক) মহারাষ্ট্র
(খ) রাজস্থান
(গ) উত্তরপ্রদেশ
(ঘ) গুজরাট
উত্তরঃ (গ) উত্তরপ্রদেশ
প্রশ্নঃ সম্প্রতি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বৃহত্তম ভারতীয় IPO-এর জন্য SEBI অনুমোদন পেয়েছে? -
(ক) OYO
(খ) Mobikwik
(গ) Phonepe
(ঘ) Paytm
উত্তরঃ (ঘ) Paytm
প্রশ্নঃ কোন টাইগার কনজারভেশন ফাউন্ডেশন ন্যাটওয়েস্ট গ্রুপ দ্বারা প্রতিষ্ঠিত "আর্থ গার্ডিয়ান অ্যাওয়ার্ড" জিতেছে? -
(ক) Parambikulam Tiger Conservation Foundation
(খ) Pilibhit Tiger Conservation Foundation
(গ) Bandhavgarh Tiger Conservation Foundation
(ঘ) Corbett Tiger Conservation Foundation
উত্তরঃ (ক) Parambikulam Tiger Conservation Foundation
কারেন্ট অ্যাফেয়ারসের কিছু ভালো বই ঃ
CRACK - WBCS Current Affairs - 2022 for Competitive Exam (Bengali Version)
Current Affairs up to Date (656+ MCQ) - 2022 (Bengali Version)
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ