Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর Part 1
প্রশ্নঃ সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, কোন বছরে প্লাস্টিক মার্কিন যুক্তরাষ্ট্রে কয়লার গ্রিনহাউস গ্যাস নির্গমনকে ছাড়িয়ে যাবে? -
(ক) ২০২৫ সালে
(খ) ২০৩০ সালে
(গ) ২০৩৫ সালে
(ঘ) ২০৪০ সালে
উত্তরঃ (খ) ২০৩০ সালে
প্রশ্নঃ সম্প্রতি জাতিসংঘ কোন দেশের জন্য একটি বিশেষ ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করেছে? -
(ক) আফগানিস্তান
(খ) ইটলী
(গ) হাইটি
(ঘ) মালদ্ব্বীপ
উত্তরঃ (ক) আফগানিস্তান
প্রশ্নঃ বিশ্বের প্রথম স্বয়ংক্রিয়, চালকবিহীন ট্রেন কোন দেশে উন্মোচন করা হয়েছে? -
(ক) জার্মানি
(খ) চাইনা
(গ) স্কটল্যান্ড
(ঘ) ডেনমার্ক
উত্তরঃ (ক) জার্মানি
প্রশ্নঃ ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোন রাজ্যে চীনের সীমান্তের কাছে অগ্রিম রকেট লঞ্চার পিনাকা এবং স্মারচ মোতায়েন করেছে? -
(ক) নাগাল্যান্ড
(খ) অরুণাচল প্রদেশ
(গ) জম্মু-কাশ্মীর
(ঘ) লাদাখ
উত্তরঃ (খ) অরুণাচল প্রদেশ
প্রশ্নঃ 'আইন সূচক 2021'-এ ভারতের স্থান কত? -
(ক) ৭১তম
(খ) ৭৯তম
(গ) ৮৭তম
(ঘ) ১০১তম
উত্তরঃ (খ) ৭৯তম
কারেন্ট অ্যাফেয়ারসের কিছু ভালো বই ঃ
CRACK - WBCS Current Affairs - 2022 for Competitive Exam (Bengali Version)
Current Affairs up to Date (656+ MCQ) - 2022 (Bengali Version)
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ