Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর Part 2
প্রশ্নঃ ভারতে রাশিয়ান চলচ্চিত্র উৎসবের দূত হিসেবে কে নির্বাচিত হয়েছেন? -
(ক) ইমতিয়াজ আলি
(খ) রেহমান
(গ) ফারহান আখতার
(ঘ) উপরের কেউই নন
উত্তরঃ (ক) ইমতিয়াজ আলি
প্রশ্নঃ সম্প্রতি "মাউন্ট আসো" আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছে, এটি কোন দেশে অবস্থিত? -
(ক) জাপান
(খ) সুইজারল্যান্ড
(গ) ইন্দোনেশিয়া
(ঘ) ফিলিপিন্স
উত্তরঃ (ক) জাপান
প্রশ্নঃ সম্প্রতি কোন রাজ্য "প্রধানমন্ত্রীর রেশন আপনার দ্বার যোজনা" বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে? -
(ক) বিহার
(খ) পাঞ্জাব
(গ) তামিলনাড়ু
(ঘ) মধ্য প্রদেশ
উত্তরঃ (ঘ) মধ্য প্রদেশ
প্রশ্নঃ ভারতীয় ভারোত্তোলন ফেডারেশনের নবনিযুক্ত সভাপতির নাম কি? -
(ক) সহাদেভ যাদব
(খ) এস এইচ আনন্দে গৌড়া
(গ) নরেশ শর্মা
(ঘ) আব্রাহাম কায়া টেকি
উত্তরঃ (ক) সহাদেভ যাদব
প্রশ্নঃ কোন রাজ্য সরকার 14 October অক্টোবর, ২০২১ তারিখে "রোজগার বাজার ২.০" নামে একটি পোর্টাল তৈরির জন্য দরপত্র জারি করেছিল? -
(ক) হিমাচল প্রদেশ
(খ) ঝাড়খণ্ড
(গ) দিল্লি
(ঘ) উত্তর প্রদেশ
উত্তরঃ (গ) দিল্লি
কারেন্ট অ্যাফেয়ারসের কিছু ভালো বই ঃ
CRACK - WBCS Current Affairs - 2022 for Competitive Exam (Bengali Version)
Current Affairs up to Date (656+ MCQ) - 2022 (Bengali Version)
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ