Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর Part 1
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশকে FATF এর ধূসর তালিকায় রাখা হয়েছে? -
(ক) পাকিস্থান
(খ) মালী
(গ) জর্ডন
(ঘ) তুর্কী
উত্তরঃ (ক) পাকিস্থান
প্রশ্নঃ সম্প্রতি কোনটি যথাক্রমে টমাস কাপ এবং আন্ডার কাপ জিতেছে? -
(ক) নেপাল, ব্রাজিল
(খ) জাপান, শ্রীলঙ্কা
(গ) আমেরিকা, চীন
(ঘ) ইন্দোনেশিয়া, চীন
উত্তরঃ (ঘ) ইন্দোনেশিয়া, চীন
প্রশ্নঃ সম্প্রতি, আরবিআই নিয়ম লঙ্ঘনের জন্য কোন পেমেন্ট ব্যাঙ্কের উপর 1 কোটি টাকা ধার্য করেছে? -
(ক) Paytm Payments Bank
(খ) Jio Payments Bank
(গ) Airtel Payments Bank
(ঘ) উপরের সবগুলি
উত্তরঃ (ক) Paytm Payments Bank
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ ব্রিটেনের রানী এলিজাবেথের স্থলাভিষিক্ত হয়ে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত করেছে? -
(ক) ফ্রেঞ্চ গুয়ানা
(খ) বারবাডোস
(গ) স্কটল্যান্ড
(ঘ) আয়ারল্যান্ড
উত্তরঃ (খ) বারবাডোস
প্রশ্নঃ কোন দেশ তার প্রথম দেশীয় মহাকাশ রকেট সফলভাবে পরীক্ষা করেছে? -
(ক) ইকুয়েডর
(খ) ইন্দোনেশিয়া
(গ) দক্ষিণ কোরিয়া
(ঘ) UAE
উত্তরঃ (গ) দক্ষিণ কোরিয়া
কারেন্ট অ্যাফেয়ারসের কিছু ভালো বই ঃ
CRACK - WBCS Current Affairs - 2022 for Competitive Exam (Bengali Version)
Current Affairs up to Date (656+ MCQ) - 2022 (Bengali Version)
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ