Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর Part 3
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশে কোভিড -১৯ ডেল্টা বৈকল্পিক "AY4.2" এর প্রথম কেস নিবন্ধিত হয়েছিল?
(ক) ব্রিটেন
(খ) ভারত
(গ) চিন
(ঘ) ইজরায়েল
উত্তরঃ (ঘ) ইজরায়েল
প্রশ্নঃ সম্প্রতি ফাস্ট বোলার জেমস প্যাটারসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন, তিনি কোন দেশের হয়ে খেলেন? -
(ক) নিউজীল্যান্ড
(খ) আস্ট্রেলিয়া
(গ) শ্রীলঙ্কা
(ঘ) ইংল্যান্ড
উত্তরঃ (খ) আস্ট্রেলিয়া
প্রশ্নঃ প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি কোন রাজ্যে কুশীনগর আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেছেন? -
(ক) গুজরাট
(খ) উত্তর প্রদেশ
(গ) বিহার
(ঘ) মধ্য প্রদেশ
উত্তরঃ (খ) উত্তর প্রদেশ
প্রশ্নঃ কোন খেলোয়াড় আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছেছে?
(ক) Payas Jain
(খ) PV Sindhu
(গ) Avani Lekhara
(ঘ) Pragyananand
উত্তরঃ (ক) Payas Jain
প্রশ্নঃ কোন রাজ্য অযোধ্যায় তীর্থযাত্রার জন্য উপজাতিদের ৫ হাজার টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে? -
(ক) ঝাড়খণ্ড
(খ) হরিয়ানা
(গ) গুজরাট
(ঘ) রাজস্থান
উত্তরঃ (গ) গুজরাট
প্রশ্নঃ পুলিশ স্মরণ দিবস নীচের কোন দিনে পালন করা হয়?
(ক) ১৯ অক্টোবর
(খ) ২০ অক্টোবর
(গ) ২১ অক্টোবর
(ঘ) ২২ অক্টোবর
উত্তরঃ (গ) ২১ অক্টোবর
কারেন্ট অ্যাফেয়ারসের কিছু ভালো বই ঃ
CRACK - WBCS Current Affairs - 2022 for Competitive Exam (Bengali Version)
Current Affairs up to Date (656+ MCQ) - 2022 (Bengali Version)
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ