gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 1
প্রশ্ন : ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন -
(ক) কেবলমাত্র রাজ্য বিধানসভায় নির্বাচিত সদস্যদের দ্বারা
(খ) কেবলমাত্র লোকসভার নির্বাচিত সদস্যদের দ্বারা
(গ) লোকসভা রাজ্যসভা এবং রাজ্য বিধানসভা গুলি নির্বাচিত সদস্যদের দ্বারা
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর : (গ) লোকসভা রাজ্যসভা এবং রাজ্য বিধানসভা গুলি নির্বাচিত সদস্যদের দ্বারা
প্রশ্ন : কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হন -
(ক) মহাত্মা গান্ধী
(খ) দাদাভাই নওরোজি
(গ) জহরলাল নেহেরু
(ঘ) নেতাজি সুভাষচন্দ্র বসু
উত্তর : (খ) দাদাভাই নওরোজি
প্রশ্ন : ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন -
(ক) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) চন্দ্রশেখর দেব
(ঘ) দ্বারকা নাথ ঠাকুর
উত্তর : (ক) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
প্রশ্ন : আলাউদ্দিন খলজির মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসে ছিলেন? -
(ক) ফিরোজ শাহ তুঘলক
(খ) গিয়াসউদ্দিন তুঘলক
(গ) মুহাম্মদ বিন তুঘলক
(ঘ) গিয়াসউদ্দিন বলবন
উত্তর : (খ) গিয়াসউদ্দিন তুঘলক
প্রশ্ন : বনলতা সেন কবিতাটি কার লেখা? -
(ক) জীবনানন্দ দাশ
(খ) দ্বিজেন্দ্রলাল রায়
(গ) শঙ্খ ঘোষ
(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর : (ক) জীবনানন্দ দাশ
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ