Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর / Part 4
প্রশ্নঃ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সম্প্রতি ঘোষণা করেছেন ভারতের বেসামরিক বিমান চলাচল খাতের জন্য কত দিনের পরিকল্পনা? -
(ক) ২০ দিনের
(খ) ৫০ দিনের
(গ) ১০০ দিনের
(ঘ) ১২০ দিনের
উত্তরঃ (গ) ১০০ দিনের
প্রশ্নঃ সম্প্রতি ভুপেন্দ্রনাথ রজনীকান্ত পটেলকে কোন্ রাজ্যের নয়ুন মুখ্যমন্ত্রী হিসাবে দেখা গেল? -
(ক) ত্রিপুরা
(খ) মণিপুর
(গ) গুজরাট
(ঘ) উপরের কেউই নন
উত্তরঃ (গ) গুজরাট
প্রশ্নঃ সম্প্রতি আজীজ আখনৈচকে কোন্ দেশের নতুন প্রধানমন্ত্রী রূপে নিযুক্ত করা হল? -
(ক) আস্ট্রেলিয়া
(খ) ব্রাজিল
(গ) মোরক্কো
(ঘ) আমেরিকা
উত্তরঃ (গ) মোরক্কো
প্রশ্নঃ সম্প্রতি, কে নিজের লেখা বই "বেক টু দ্যা রুটস" প্রকাশ করল? -
(ক) তমন্না ভাটিয়া
(খ) জী রাজেশ্বরন
(গ) রস্কিন বান্ড
(ঘ) উপরের কেউই নন
উত্তরঃ (ক) তমন্না ভাটিয়া
প্রশ্নঃ সম্প্রতি, কোন্ মন্ত্রালয় "বুজুর্গো কী বাত দেশ কে সাথ" কার্যক্রম শুরু করল? -
(ক) স্বাস্থ্য মন্ত্রালয়
(খ) পর্যটন মন্ত্রালয়
(গ) সংস্কৃতি মন্ত্রালয়
(ঘ) উপরের কেউই নন
উত্তরঃ (গ) সংস্কৃতি মন্ত্রালয়
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ