Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর / Part 5
প্রশ্নঃ সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে 2+2 আলোচনার আয়োজন করা হয়েছিল? -
(ক) আমেরিকা
(খ) জাপান
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) রুশ
উত্তরঃ (গ) অস্ট্রেলিয়া
প্রশ্নঃ সম্প্রতি কোন রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্দারধাম ভবন উদ্বোধন করেছেন? -
(ক) আমেদাবাদ
(খ) জুনাগড়
(গ) পুনে
(ঘ) কলকাতা
উত্তরঃ (ক) আমেদাবাদ
প্রশ্নঃ রাস্তার পাশের রাস্তার বিক্রেতাদের ডিজিটাল পেমেন্ট নিতে সক্ষম করতে কোন প্রচারণা চালু করা হয়েছে? -
(ক) Me too Digital 3.0
(খ) Digital World
(গ) Digital Revolution
(ঘ) Digital India 2.0
উত্তরঃ (ক) Me too Digital 3.0
প্রশ্নঃ সম্প্রতি আজিজ আখনৌচ কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন? -
(ক) মোরক্কো
(খ) ইজরায়েল
(গ) আলজেরিয়া
(ঘ) এস্টোনিয়া
উত্তরঃ (ক) মোরক্কো
প্রশ্নঃ কোন বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক 'ভারতে তার ব্যবসা বন্ধ' করেছে? -
(ক) Hyundai
(খ) Toyota
(গ) Ford
(ঘ) Audi
উত্তরঃ (গ) Ford
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ