Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর / Part 1
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকা মহাদেশে বিশ্বের প্রাচীনতম বরফের আবিষ্কার শুরু করেছেন? -
(ক) কানাডা
(খ) ভারত
(গ) আমেরিকা
(ঘ) মেক্সিকো
উত্তরঃ (গ) আমেরিকা
প্রশ্নঃ ভারতে 2023 সালের প্রথম এশিয়ান অর্গানাইজেশন অফ সুপ্রিম অডিট ইনস্টিটিউশনস অ্যাসেম্বলি -এর সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? -
(ক) সুশীল চন্দ্র
(খ) গিরিশচন্দ্র মুর্মু
(গ) রাজীব কুমার
(ঘ) জে বি মহামাত্র
উত্তরঃ (খ) গিরিশচন্দ্র মুর্মু
প্রশ্নঃ কে ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেডের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন? -
(ক) নির্লেপ সিং রাই
(খ) ইকবাল সিং
(গ) বিজয় কুমার সাংপ্লা
(ঘ) হারশ কুমার
উত্তরঃ (ক) নির্লেপ সিং রাই
প্রশ্নঃ গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন? -
(ক) পুষ্কর সিং ধামী
(খ) বসবরাজ বোম্মাই
(গ) শিবরাজ সিং চৈহান
(ঘ) ভুপেন্দ্র পটেল
উত্তরঃ (ঘ) ভুপেন্দ্র পটেল
প্রশ্নঃ "বুলেটস ওভার বোম্বে: সত্য এবং দ্য হিন্দি ফিল্ম গ্যাংস্টার" বইটি কে লিখেছেন? -
(ক) রুসকিন বন্ড
(খ) আনুপম খের
(গ) উদয় ভাটিয়া
(ঘ) তামান্না ভাটিয়া
উত্তরঃ (গ) উদয় ভাটিয়া
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ