Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর / Part 1
প্রশ্নঃ ইসরোর কোন মহাকাশ মিশন চাঁদের চারপাশে 9,000 কক্ষপথ সম্পন্ন করেছে? -
(ক) চন্দ্রযান - ১
(খ) চন্দ্রযান - ২
(গ) চন্দ্রযান - ৩
(ঘ) চন্দ্রযান - ৪
উত্তরঃ (খ) চন্দ্রযান - ২
প্রশ্নঃ কোন ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? -
(ক) প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন
(খ) প্রীতি পটেল
(গ) ঋষি সুনক
(ঘ) হেমান্ত ধাঞ্জি
উত্তরঃ (ঘ) হেমান্ত ধাঞ্জি
প্রশ্নঃ 2021 সালের সেপ্টেম্বরে কোন দেশটি বিটকয়েনকে বৈধ দরপত্র হিসেবে গ্রহণকারী বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে? -
(ক) ইজরায়েল
(খ) এল সাল্বাডোর
(গ) আফগানিস্থান
(ঘ) আমেরিকা
উত্তরঃ (খ) এল সাল্বাডোর
প্রশ্নঃ কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর নাম বলুন যিনি সম্প্রতি "PRANA" নামে একটি পোর্টাল চালু করেছেন? -
(ক) রাজনাথ সিং
(খ) নিরমালা সিতারামন
(গ) হরদীপ সিং পুরী
(ঘ) ভুপেন্দ্র যাদব
উত্তরঃ (ঘ) ভুপেন্দ্র যাদব
প্রশ্নঃ কোন মন্ত্রণালয় "বুজুরগন কি বাত-দেশ কে সাথ" প্রোগ্রাম চালু করেছে? -
(ক) Ministry of Women and Child Development
(খ) Ministry of Culture
(গ) Ministry of Tourism
(ঘ) Ministry of Housing and Urban Affairs
উত্তরঃ (খ) Ministry of Culture
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ