Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর / Part 2
প্রশ্নঃ সম্প্রতি কোন্ গলফার, যিনি দুবাইয়ের মর্যাদাপূর্ণ গোল্ডেন ভিসা পেয়েছেন? -
(ক) সঞ্জয় দত্ত
(খ) জীব মিলখা
(গ) সানিয়া মির্জা
(ঘ) সাহরুখ খান
উত্তরঃ (খ) জীব মিলখা
প্রশ্নঃ সম্প্রতি সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? -
(ক) বিজয় কুমার সাংপ্লা
(খ) হর্ষ কুমার
(গ) সুশীল চন্দ্র
(ঘ) ইকবাল সিংহ লাল্পুরা
উত্তরঃ (ঘ) ইকবাল সিংহ লাল্পুরা
প্রশ্নঃ বিসিসিআই 2021 টি -টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের মেন্টর হিসেবে কাকে নিয়োগ করেছে? -
(ক) বিরাট কোহলি
(খ) রবিন্দ্র জাদেজা
(গ) মহেন্দ্র সিং ধোনি
(ঘ) জসপ্রীত বুমরাহ
উত্তরঃ (গ) মহেন্দ্র সিং ধোনি
প্রশ্নঃ 'India's First Floating Missile Test Range' নাম কি? -
(ক) INS অনভেশ
(খ) INS কল্ভারি
(গ) INS ভিক্রান্ত
(ঘ) INS খান্ডারি
উত্তরঃ (ক) INS অনভেশ
প্রশ্নঃ সেই অভিনেত্রীর নাম কি যিনি তার বইটি Back to the Roots অনাবরন করল? -
(ক) প্রিয়াঙ্কা চোপড়া
(খ) তমান্ন ভাটিয়া
(গ) নীনা গুমা
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) তমান্ন ভাটিয়া
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ